আইন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিনটি গরুসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিনটি গরুসহ আটক ৩

রবিউল আওয়াল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারত থেকে আসা তিনটি গরুসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাখের আলী বিওপির একটি টহলদল গোয়ালডুবি ঘাট এলাকা থেকে গরুসহ তাদের আটক করে।

বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান।

তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায় নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপান সংবাদের ভিক্তিতে জানতে পারে গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গরু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সংবাদে ওই বিওপির টহলদল ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তিনজনকে গরু নিয়ে যাওয়ায় তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে গরুসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গরুগুলো ভারত থেকে নিয়ে আসছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশে জিরো টলারেন্স।

আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলীর গ্রামের জালাল উদ্দীনের ছেলে বাকিদুর রহমান (৩৫), একই উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামের সোনাউদ্দীনের ছেলে শাহিদুল ইসলাম (৩৫), শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩০)।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content