ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

Developer Zone
ডিসেম্বর ৯, ২০২৪ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
ওমর ফারুক হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আব্দুর রহমান (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি।
হিলি সীমান্তের ২৮৫/৯ এস পিলার দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে তাকে আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিক আব্দুর রহমান বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।
হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে এসময় তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে রাত সাড়ে ১০টায় হাকিমপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা বলেন, বুধবার রাতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিক আব্দুর রহমান কে আটক করে থানায় নিয়ে আসে বিজিবি সদস্যরা। পরে বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের পূর্বক আসামি জমা দিয়েছে। আজ আটক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
ওমর ফারুক
হিলি, দিনাজপুর প্রতিনিধি

শেয়ার করুন: