অপরাধ

বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল

বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল আটক

রবিউল আওয়াল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে ৩৯৪ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। গত বুধবার দিবাগত রাত ৩টায় শিয়ালমারা গ্রামের একটি বাঁশবাগান থেকে ফেনসিডিলগুলো আটক করা হয়।
এ ব্যাপারে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শিয়ালমারা গ্রামের একটি বাঁশবাগানে চোরাকারবারিরা বস্তায় ভরে ফেনসিডিল রেখেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবির শিয়ালমারা বিওপির নায়েক সিগ. মো. নুরুল হোদার নেতৃত্বে একটি টহল দল ওই বাঁশবাগানে অভিযান চালায়। জায়গাটি সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে। অভিযানে বাঁশবাগান হতে ৩৯৪ বোতল ফেনসিডিল আটক করা হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content