অপরাধ

নাসিরনগরে ফ্রী মেডিক্যাল ক্যাম্প

নাসিরনগরে ফ্রী মেডিক্যাল ক্যাম্প।

শামীম আল মামুন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া।

নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদে ২৬/১২/২০২৪ রোজ বৃহস্পতিবার বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়ার (পাভেল) সদস্য (ডেব) এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া(পাভেল) এর সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কাজী মো. হাফিজুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী, ও সাবেক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব চৌধুরী পনি সহ অত্র এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল ১০ টাথেকে বিকাল পর্যন্ত গাইনি, মেডিসিন, শিশুসহ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার এ চিকিৎসা প্রদান করেন।

ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ফ্রি ওষুধ বিতরণ করা হয়।উক্ত সেবায় এলাকার জনসাধারণ কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাম প্রকাশে মধ্যবয়সী এক মহিলা বলেন এরকম ডাক্তারদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content