১০ জানুয়ারি ২০২৫ , ৮:৪৩:৫৫ প্রিন্ট সংস্করণ
তজুমদ্দিনে তাসরীফ লঞ্চ স্টাফের হামলায় ১০ জন আহত।
মেহেদী হাসান তজুমদ্দিন প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলায় চৌমুহনী লঞ্চঘাটে বেতুয়া থেকে ঢাকাগামী তাসরীফ ৪ লঞ্চ যাত্রীর জন্য ঘাট করার সময় পল্টনের বাহিরে থাকা একটি নৌকাকে ধাক্কা দেয়ার অভিযোগ এসেছেন।
প্রত্যক্ষদর্শী জানান পল্টনের বাহিরে ব্লকের সাথে বাধা নৌকাকে লঞ্চে ধাক্কা দিলে কিছু অংশ ভেঙে গিয়ে জেলেরা নদীতে ঝাপিয়ে পরেন। পরবর্তীতে জেলেরা বকাঝকা করলে লঞ্চ ইচ্ছাকৃতভাবে চাপিয়ে দেয়। এতে পল্টনে থাকা জনসাধারণ উত্তেজিত হলে আবার চাপিয়ে দিয়ে লঞ্চের সকল স্টাফরা ইট,লোহার পাইপ ও রড দিয়ে পল্টনে থাকা সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি হামলা করেন। এতে সাধারণ জনতা প্রতিহত করতে গেলে লঞ্চের স্টাফরা পল্টন থেকে ৪/৫ জনকে লঞ্চে তুলে নিয়ে ব্যাপক মারধর করেন।
প্রত্যক্ষদর্শী আরো জানান লঞ্চের স্টাফরা জনতার উপর ৪০/৪৫ মিনিট হামলা করার সময় সাধারণ মানুষের উপর ব্যপক আতঙ্ক বিরাজ করে। শিশু ও মহিলা অনেকেই পানিতে পরে।
গুরুত্ব আহত অবস্থায় তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন নাজিম উদ্দীন, মমিন মোল্লা, আজাদ রাসেল।
৭/৮ জন বাসায় সাধারণ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।