দেশজুড়ে

পিতৃ-পরিচয়ের দাবিতে নান্দাইলে দুই সন্তানের সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট

১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:২৪:৩১ প্রিন্ট সংস্করণ

আঃ হান্নান আল আজাদ আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল সদর ইউনিয়নের ভাটি সাভার গ্রামে মো: জহিরুল ইসলামের মেয়ে কল্পনা বেগম (৪৫) স্ত্রীর অধিকার ও তার দুই পুত্র সন্তানের পিতৃত্বের পরিচয় ফিরে পেতে আহ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর ও তার পরিবার।

এ সময় সাথে ছিলেন তার বড় ছেলে রমজান (২৩) ও ছোট উসমান (৫)। সংবাদ সম্মেলনে কল্পনা বেগম উল্লে­খ করেন,১৯৯৮ সালে পারিপারিক ভাবে ইসলামিক শরিয়া মোতাবেক তাদের বিয়ে হয় একই গ্রামের মো.তারা মিয়ার (৬০) ছেলে মো.খাইরুল ইসলামের (৪৫) সাথে। তাদের ২৬ বছরের দাম্পত্য জীবনে দুই ছেলে নিয়ে সংসার জীবন ভালোই কাটছিল।

দ্বিতীয় সন্তান উসমানের জন্মের ২ মাস বয়সেই স্বামী খাইরুল ইসলাম চাকরি করার উদ্দেশ্যে ঢাকা যান। ঢাকা যাওয়ার তিনমাস পর থেকেই স্বামী খাইরুল ইসলাম তার ও সন্তানের ভরণ পোষণ বন্ধ করে দেয়। তার সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। ফলে শিশু সন্তানকে নিয়ে চরম বিপাকে পরলেন কল্পনা বেগম। এমতাবস্থায় অন্যের বাড়িতে গৃহ পরিচালিকার কাজ করে কল্পনা বেগম নিজের জীবিকা নির্বাহসহ সন্তান লালন পালন করতে থাকেন।

ভুক্তভোগীর ভাই সোহেল মিয়া বলেন,দফায় দাফায় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজলের কাছে যাওয়ার পরও কোন সুরাহা হয়নি। তিনি উল্টো আমাদেরকে বিভিন্ন কথা বলে তাড়িয়ে দিত। তিনি আরো বলেন, “কাবিনের কাগজ ছাড়া আমি কিছু করতে পারব না। কাবিনের কাগজ না দেখাতে পারলে আপনার ভাগিনা দুটি অবৈধ। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বড় ছেলে রমজান (২৩) এ সময় কান্নায় ভেঙে পরেন সে। এলাকার স্থানীয় বাসিন্দা মো.গোলাম হোসেন, রুস্তম আলীসহ একাধিক ব্যক্তি বলেন,আমরা এর সঠিক বিচার চাই।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content