সংবাদ মাধ্যম

বুধন্তি প্রবাসী সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ

বুধন্তি প্রবাসী সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ।
মোঃরুবেল মিয়া
স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের বাদশার কাছে দেশের মানুষের জন্য ভিক্ষা না চেয়ে দেশের বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন।এরপর থেকে প্রবাসীদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে কর্মসংস্থানের সৃষ্টি হয়।প্রবাসীরা বিভিন্ন দেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করে দেশের জন্য রেমিট্যান্স পাঠিয়ে দেশের আর্থীক অবস্থা সচল রাখছে।প্রবাসীরা তাদের কস্টার্জিত টাকা দিয়ে মানুষকে সহযোগীতা করছে।আজ শুক্রবার বিকালে বুধন্তি বুধন্তি প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে শীত বস্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,গত ১৭ বছর অনেক প্রবাসী ফ্যাসিস্ট সরকারের জন্য নিজের বাড়িতে থাকতে পারেনি। মামলার আসামী হয়ে হয়রানির স্বীকার হয়েছে।সব বিভেদ ভূলে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম মুছনের সভাপতিত্বে ও আজিজুর রহমান হেলালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, সাবেক পিপি শফিকুল ইসলাম,প্রবাসী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক জমির দস্তগীর, সাধারণ সম্পাদক এড,ইমাম হোসেন,ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি নাজমুল হক, মাহমুদ আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল মিয়া,হাসান ভুইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজুয়ানুল হক শিষ, সাজেদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল মিয়া,সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম, ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, মাওলানা আইয়ুব খান প্রমুখ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content