ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিমান বন্দরে বুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা আওয়ামীলিগ নেতা গ্রেফতার

বিজয় কর রতন, কিশোরগঞ্জ
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

 

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ঢাকায হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে ফেসবুক প্রোফাইলে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রæয়ারী) উপজেলার অষ্টগ্রাম সদর ইউনিয়নের মধুর হাটি গ্রামের বাড়ি থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা চালানো ও মদদের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গ্রেফতার হওয়া ওই নেতা হলেন, কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজীব আহমেদ হেলু। এছাড়াও তিনি অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি। জানা যায়, গত ৩১ জানুয়ারী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়েরর কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই নেতা। পরে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার অভিযান চালিযে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গত ৫ আগস্ট পরবর্তী সমেেয় অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি হন। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিযে বেড়াচ্ছিলেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি ছিলেন।গ্রেফতারকৃত রাজিবকে আদালতে পাঠানো হয়েছে।

বার্তা প্রেরক
বিজয় কর রতন
মিঠামইন কিশোরগঞ্জ

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।