৩১ ডিসেম্বর ২০২৪ , ৮:১২:৫৩ প্রিন্ট সংস্করণ
মাদ্রাসাছাত্রী পাপিয়া হত্যার আসামিরা বাদীকে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য
আঃ হান্নান আল আজাদ আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণ ও নির্যাতনে মাদ্রাসাছাত্রী পাপিয়া হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার সিংরইল ইউনিয়নের উদংমধুপুর (শিয়ালধরা) গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে হিরা মিয়া (২৫) সুরুজ আলীর ছেলে হাকিম মিয়া (২৬) ও নিয়ামত আলীর ছেলে কাঞ্চন মিয়া (২৯) এর বিরুদ্ধে।
এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার নান্দাইল মডেল থানায় মামলার বাদী একটি সাধারণ ডায়রি (জিডি নং ১৪৬১) করেছেন অভিযুক্ত ধর্ষণ মামলার আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে। জিডিতে উল্লেখ করা হয়, গত ১৯/১২/২০২৪ তারিখে নান্দাইল মডেল থানায় ধর্ষণ ও হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে আসামি পক্ষের লোকজন বাদী ও তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকি দিয়ে আসছেন।
ধর্ষণ ও হত্যা মামলার বাদী পাপিয়ার পিতা আবুল কালাম বলেন , মামলা করার পর থেকেই আসামি পক্ষের লোক হিরা মিয়া, হাকিম মিয়া ও কাঞ্চন মিয়া মামলা তুলে না নিলে আমাকে ও আমার ছেলে রাজিবকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আসামিরা হুমকি দিয়ে বলে, আমরা বিএনপি’র লোক। তোদেরকে মেরে ফেললেও তোরা কিছুই করতে পারবি না। বাদী আরও বলেন, এই হত্যা ও ধর্ষণ মামলার বিচার কি আমরা পাবো না ? আমরা নিরাপত্তাহীনতায় আছি। এ কথা বলেই কাঁন্নায় ভেঙে পড়েন পাপিয়ার পিতা মামলার বাদী আবুল কালাম।
এ বিষয়ে মোবাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হুমকিকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।