অপরাধ

বাগেরহাটে সাংবাদিক শিমুলকে হত্যার হুমকি, ফেসবুকে নিন্দা’র ঝড়

বাগেরহাটে সাংবাদিক শিমুলকে হত্যার হুমকি, ফেসবুকে নিন্দা’র ঝড়

শেখ মিরানুজ্জামান, বাগেরহাট জেলা প্রতিনিধি:
জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা ও কেটিভি টুয়েন্টিফোর এর বাগেরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে এক ঘন্টার মধ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক রেমি ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

রোববার (০১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক কামরুজ্জামান শিমুল।

সাংবাদিক কামরুজ্জামান শিমুল জানান, রবিবার বেলা ০৩:১০ মিনিটে আমার ব্যবহৃত ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক ঘন্টার মধ্যে হত্যা করা করা হবে বলে হুমকি দেয়।

তিনি আরও বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীর হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমার পত্রিকা অফিস ও সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছি। থানায় অভিযোগের প্রস্তুতি গ্রহণ করেছি।

কেটিভি টুয়েন্টিফোরের নিউজ এডিটর মেহেদী হাসান বলেন, আমাদের চ্যানেলের বাগেরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক কামিরুজ্জামান শিমুলকে তার কাজের জন্য হুমকি কোনোভাবেই কাম্য নয়। হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

সাংবাদিক কামরুজ্জামান শিমুল তার ব্যবহৃত ফেসবুক আইডিতে (শিমুল বাগেরহাট) তাৎক্ষণিক একটি পোস্ট করেন। যেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পোস্টে তিনি লিখেছেন “ছাত্রদলের এই নেত্রী এক ঘণ্টার মধ্যে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। ঘোষণা দিয়ে মানুষ হত্যা দেশটার হয়েছে কি?”
সাংবাদিক শিমুলের ঐ পোস্টের পর ফেসবুকে স্থানীয় সাংবাদিক ও সুধী মহলকে নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলতে দেখা যায়।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেত্রী “রেমি ইসলাম” এর ফেসবুক প্যাসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদিক কামরুজ্জামান শিমুলের সাথে আমার কথা হয়েছে। আমি তাকে সাধারণ ডায়েরি করার কথা বলেছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

আমি বিদ্রোহী হবো

চাঁপাইনবাবগঞ্জে আজ আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে

তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নে নাসিরনগর বিএনপির জনসভা। শামীম আল মামুন নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে (১৫ ই ডিসেম্বর) রবিবার বিকাল ৪ টায় চাতলপাড় কলেজ মাঠে চাতলপাড় ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। উক্ত জনসভায় চাতলপাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান বাবু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি এ কে এম খালেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম ভূঁইয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল চকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহে আলম ভূইয়া, যুব বিষয়ক সম্পাদক রমজান আলী, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক তৌহিদ আমিন, সাংগঠনিক সম্পাদক আরাফাতউল্লাহ, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক আজগর আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো জামাল মিয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, তাঁতীদলের আহবায়ক আব্বাস মিয়া। আরো উপস্থিত ছিলেন কুন্ডা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো ফজলুল হক সহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি এমএ হান্নান তার বক্তব্যে বলেন, তারেক রহমানের ৩১দফা দাবি বাস্তবায়নে আমরা যেকোনো সংগ্রাম করতে প্রস্তুুত,বিভিন্ন চক্রান্ত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে।

উত্তরবঙ্গে জেঁকে বসেছে শীত

দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে: আমীর খসরু

দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে: আমীর খসরু

বদলগাছীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ