আইন

আত্রাইয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪সদস্য গ্রেপ্তার গরু ও ট্্রাক উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের চার সদস্যকে আটক করেছে থানাপুলিশ। বুধবার দিবাগত রাতে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি মিনিট্রাক ও চোরাই চারটি গরু উদ্ধার
করা হয়। আটকদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, নওগাঁ সদর থানার জগৎসিংপুর গ্রামের গোলম মোস্তাফার ছেলে ইমরান হোসেন (২৯), রাণীনগর থানার গোনা (উত্তরপাড়া) গ্রামের মৃত বাছেদের ছেলে রফিকুল ইসলাম (৪০), একই থানার পাকুরিয়া (বড়পুকুর) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩২), আদমদিঘী থানার পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছলিম মন্ডলের ছেলে ট্রাক ড্রাইভার হারু অর রশিদ
হারুন (২৮)।বৃহস্পতিবার) বেলা ১১ টায় আত্রাই থানা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান,গত ১৬ ফেব্রæয়ারী দিবাগত রাতে আত্রাই থানার কাসুন্দা গ্রামের জাকির হোসেনের ৫ টি গরু এবং২৭ ফ্রব্রুয়ারী দারিয়াগাথী গ্রামের আব্দুর রহমানের ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় আত্রাই থানায় চুরির মামলা দায়ের করা হয়। বুধবার দিবাগত রাতে নওগাঁ ওবগুড়ার বিভিন্ন এলাকায় অভিজান চালিয়ে তাদেরকে আটক করা হয়। চুরি যাওয়া মোট ৮ টি গরুর মধ্যে ৪ টি গরু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে পেরন করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content