দেশজুড়ে

রাণীনগরে জাতীয় ভোটার দিবস উদ্যাপন

মোঃছাইফুল ইসলাম শাহীন
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : ‘ভোটার হক নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে‘ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রাণীনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এদিন সকাল ১০টায়
উপজেলা পরিষদ থেকে এক র‌্যালী বের করা হয়। পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে হলরুমে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান,সমাজ সেবা কর্মকর্তা মাহবুব রহমান কচি প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content