বাজারে খিরাইর দাম চড়া! বিপাকে ক্রেতা সাধারণ।
জিয়া চৌধুরী (খুলনা প্রতিনিধি)ঃ রাত পাহালে কুরবানীর ঈদ। আর এই কুরবানীর ঈদ কে ঘিরে বাজারে খিরাইর দাম বেড়েছে আঁকাশ চুম্বি।খিরাই কিনতে এসে বিপাকে পড়েছে ক্রেতা সাধরণ। খিরাই কিনতে না পেরে অনেক ক্রেতা শুন্য হাতে বাড়িতে ফিরছেন। রাত ১০ টার দিকে খুলনার প্রায় প্রতিটি কাচা বাজারে এমন চিত্র দেখা যায়, দৌলতপুর, খালিশপুর, ফুলবাড়ি গেট, রেলিগেট,শিরোমনি সহ খুলনার প্রায় সকলে বাজারের একই চিত্র। দৌলতপুর বাজারে খিরাই কিনতে আসা নিশু নামের একগৃহ বধু জানান সকালে ঈদ তাই বাজার করতে এসেছি। বাজারের প্রয়োজনীয় প্রায় সকল জিনিস পত্র কেনা হয়ে গেছে এখন খিরাই কিনবো। খিরাই কিনতে এসে দেখি অনেক দাম। ১২০ টাকা করে কেজি বিক্রি করছে। ২/৩ দিন আগে ও খিরাই ৫০/৬০ করে কিনেছি। এখন দেখি দিগুন দামে খিরাই বিক্রি করছে তাই প্রয়োজনের তুলনায় কম কিনেছি। ঈদ আসলেই প্রতিটি জিনিসের দাম বাড়ে এটা যেন মগের মুল্লুক। বাজার মনিটরিং এর তেমন কোন ব্যবস্থা না থাকায় এমনটি হয়। দৌলতপুর বাজারের খিরাই বিক্রেতা রাসেল জানান পাইকারি বাজারে খিরাই এর আমদানি খুবই কম। খিরাই বাজারে তেমন আসছে না। তাই একটু চড়া দামেই খিরাই বিক্রি করতে হচ্ছে। খিরাই এর সরবরাহ বেড়ে গেছে আবার ও দাম কমে যাবে। এমনটি প্রত্যাশা করছে বিক্রেতাদের।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।