দেশজুড়ে

আশ্রয়নে জন্ম নেয়া নবজাতকের ঘরে উপহার নিয়ে হাজির ইন্দুরকানীর ইউএনও

 

পিরোজপুর প্রতিনিধি:-

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে সদ্য জন্ম নেয়া নবজাতক খাদিজার বাড়িতে জন্ম সনদ, মিষ্টি ও উপহার সামগ্রী নিয়ে হাজির হলেন ইন্দুরকানীর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম। খবর পেয়ে বুধবার ১ মার্চ বিকেলে উপজেলার পত্তাশী ইউনিয়নের দেবীপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পে বসবাস করা ঝুমুরের গর্ভে সদ্য জন্ম নেয়া কন্যা সন্তানকে দেখতে সেখানে ছুটে যান তিনি। তাকে দেখে পরিবারের সবাই আনন্দে উৎফুল্ল হন। এ সময় তার সাথে উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী ইউপি সদস্য নাসরিন আক্তার এবং ইন্দুরকানী রিপোর্টার সভাপতি জে আই লাভলু উপস্থিত ছিলেন। গত ১৫ ই ফেব্রুয়ারি গৃহিণী ঝুমুরের কোলজুড়ে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম লাভ করে। নাম রাখা হয় তার খাদিজা আক্তার। ঝুমুরের ছয় বছর বয়সী নুর আলিম নামে একটি ছেলে সন্তান রয়েছে। বাবা কাউসার হাওলাদার একজন পেশায় রিক্সা চালক। তিনি রাজধানী ঢাকায় থাকেন।
এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান ঝুমুরের হাতে তার সন্তানের জন্য জন্ম সনদ ও বিভিন্ন উপর সামগ্রী তুলে দেন। এ সময় আশ্রয়নের ঘরে বসবাস করা আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। পরে আশ্রয়নে থাকা বাসিন্দাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়। ইউএনও এবং ইউপি চেয়ারম্যানের এমন মহতী উদ্যোগে ঝুমুরসহ আশ্রয়নের অন্যান্য বাসিন্দারা তাদের ধন্যবাদ জানান।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content