কৃষি

বাকেরগঞ্জে এমপির হস্তক্ষেপে প্রাণবন্ত উপজেলা পরিষদ।।

বাকেরগঞ্জে এমপির হস্তক্ষেপে প্রাণবন্ত উপজেলা পরিষদ।।

নজরুল ইসলাম আলীমঃ-রিশালের বাকেরগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার ও উপজেলা ভাইস-চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দ্বন্দ্বের অবসান ঘটালেন বরিশাল-৬(বাকেরগঞ্জ)আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ)আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক। অবশেষে তার হস্তক্ষেপে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের দ্বন্দ্বের অবসান ঘটানোয় প্রাণ ফিরে পেয়েছে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ।সূত্রে জানা যায়, গত ১০ জুন বাকেরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা হওয়ার কথা থাকলেও সমন্বয়হীনতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সেই সভা বর্জন করেন সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক সমর্থিত উপজেলা পুরুষ ও মহিলা ভাই চেয়ারম্যান সহ ১২ জন ইউপি চেয়ারম্যান।ওইদিন উপজেলা পরিষদের ১৮ জন সদস্যের মধ্যে উপজেলা পরিষদের নির্বাচিত দুইজন ভাইস-চেয়ারম্যান ও উপজেলার ১২ জন ইউপি চেয়ারম্যানসহ ১৪জন সদস্য অনুপস্থিত ছিলেন। যে কারণে কোরাম সংকটের কারণে উপজেলা পরিষদের সমন্বয় সভা হয়নি। এমনকি কোরাম সংকটের কারণে উপজেলা পরিষদের আর্থিক খাতসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করাও যায়নি। উপজেলা পরিষদের উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকার বরাদ্দ বাতিল হওয়ার উপক্রম হয়েছিল।অবশেষে মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিকের হস্তক্ষেপে উজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের উপস্থিতিতে উপজেলার উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকার বাজেটের রেজুলেশন গৃহীত হয়।দাঁড়িয়াল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার জানান,সরকারের বিভিন্ন উন্নয়নকাজের পরিকল্পনা ও বাস্তবায়ন করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।কিন্তু নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার তাদের সাথে কোন ধরনের আলোচনা ও সমন্বয় না করেই রবিবার (১০জুন) এককভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ কারনেই ওই সভা বর্জন করেছিলেন ইউপি চেয়ারম্যানরা। পরবর্তীতে মাননীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় বৃহস্পতিবার (১৩ জুন) তিনিসহ ১৪ জন ইউপি চেয়ারম্যান ও দুইজন নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন,নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের সাথে ভুল বুঝাবুঝির কারণে ১০ জুন মাসিক সমন্বয় সভা হওয়ার কথা থাকলেও কোরাম সংকটের কারণে ওইদিন সভা হয়নি। মাননীয় সংসদ সদস্যের উপস্থিতিতে বৃহস্পতিবার মাসিক সভায় দুইজন নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ও ১৪ জন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।এ প্রসঙ্গে জানতে চাইলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার বলেন, মাননীয় সংসদ সদস্যের উপস্থিতিতে মাসিক সভায় ইউপি চেয়ারম্যানরদের উপস্থিতি কাজে প্রেরণা যুগিয়েছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। ভবিষ্যতে বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নে মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে একটি স্মার্ট বাকেরগঞ্জ উপজেলা গড়ে তুলবো।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

সীতাকুণ্ডে জয় বাংলা স্লোগান দিয়ে গুলি ছুড়ে পালাল কারা

পাইকগাছায় মহিলা মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের দাদনের টাকা ফেরত চাওয়ার অপরাধে মিতা রাণী মন্ডল (৩০) মহিলা চিংড়ী ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামে ঘটনাটি ঘটেছে। মিতা মন্ডল স্থানীয় ঘের মালিক পরিমল সর্দারেরকে ঘেরের মাছ মিতা রানীর কাছে বিক্রয় করবে মর্মে ২৫ বছর আগে ৫০ হাজার টাকা দাদন দেন। এদিকে মাছ বা টাকা বারবার তাকাদা দিলেও পাওনা টাকা ফেরৎ দিতে নানা তালবাহানা করে আসছে পরিমল।ঘটনার দিন মিতা রানী চিংড়ী মাছ কিনে বাড়ি ফেরার পথে তার বাড়ীতে তাকাদা দিতে গেলে পরিমলের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং এবং প্রাণনাশের হুমকি দেয়। মিতা রানী পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। পাইকগাছা থানার ডিউটি অফিসার ব্রজ কিশোর পাল জানান,অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পরিমল বলেন,এধরণের কোন ঘটনা ঘটেনি। সে আমার কাছে ৭৫০২ টাকা পাবে। আমার নামে মিথ্যা অভিযোগ করছে।

নোয়াখালীতে গাঁজা-অ্যালকোহল সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদন্ড

শাহজাদপুরে উপজেলা পর্যায়ে “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৫” অনুষ্ঠিত

বরিশাল সিটিতে নৌকা পেলেন আবুল খায়ের আবদুল্লাহ