২ মার্চ ২০২৩ , ১:২০:২৫ প্রিন্ট সংস্করণ
মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা।
কুমিল্লা বিএনপি জামায়াত সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুমিল্লা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দরা।
আজ বুধবার (১ লা মার্চ) সকাল ১১ ঘটিকায় নগরীর গোয়ালপট্টি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড কার্যালয়ের সামনে জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুলের নেতৃত্বে বিএনপি জামাত সাম্প্রদায়িক শক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কমান্ডার সফিউল আহমেদ বাবুলের নেতৃত্বে আয়োজিত এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার শৈলপতি নন্দন চৌধুরী, মহানগর কমান্ডার মকবুল হোসেন ভুইয়া, সদর থানা কমান্ডার শাজাহান সাজু, জেলা সন্তান কমান্ডের সভাপতি মাসুম হামীদ সহ বিএনপি জামাত সাম্প্রদায়িক শক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এবং কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মানব বন্ধনে বক্তব্য রাখেন কমান্ডার সফিউল আহমেদ বাবুল, সন্তান কমান্ডের সভাপতি মাসুম হামীদ সহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।