১২ জুন ২০২৪ , ১১:০৫:৩০ প্রিন্ট সংস্করণ
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি বিলাশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
লালমনিরহাপ্রতিনিধি
লালমনিরহাট জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাশের বিরুদ্ধে গরু ব্যবসায়ীকে হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়ে আড়াই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ সময় তার সহযোগী ছিলেন ৬ জন ছাত্রলীগ নেতা। সোমবার (১০ জুন) রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গরু ব্যবসায়ী আইয়ুব আলী (৪৮)।
আইয়ুব আলী জেলার আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী আইয়ুব আলী রোববার (৯ জুন) দুপুরে লালমনিরহাট আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় ৩টি মোটরসাইকেলযোগে ছাত্রলীগের ৫ জন নেতাকর্মী গিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি বিলাশের কথা বলে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। তারা প্রথমে লালমনিরহাট জেলা শহরের লাশ কাটা ঘরের নির্জন এলাকায় নিয়ে গরু ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে। এ সময় মারধর থেকে বাঁচতে জেলা ছাত্রলীগ সভাপতি বিলাশের পা ধরেও রক্ষা পাননি ওই ব্যবসায়ী। পরে তার পকেটে থাকা ২০ হাজার টাকা কেড়ে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।