১ মার্চ ২০২৩ , ৯:১৮:২৬ প্রিন্ট সংস্করণ
মোঃ বিপুল ইসলাম,
স্টাফ রিপোর্টার।
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বুড়িরবাজারে
ট্রাকের সাথে যাত্রীবাহী ব্যাটারী চালিত একটি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আহত হয়েছে ৪জন।
বুধববার(১ মার্চ) বিকেল সাড়ে ৪টা দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার এলাকার জোলার দীঘির পাশে এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে,
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার চৌধুরীহাট জমিদার বাড়ী গ্রামের মোঃ আলীর ছেলে নবিউল ইসলাম (৩৭) ও অন্য এক জনের নাম পরিচয় জানা যায়নি এখনো। আহতরা হলেন, সদর উপজেলার নূর ইসলামের ছেলে বাদশা মিয়া (৩০), হাতীবান্ধা উপজেলার নূর ইসলামের ছেলে ওলিয়ার রহমান ও তার দুই মাসের এক শিশু সন্তান ।
স্থানীয় সুত্রে জানা যায়, মহাসড়কের ইন্দারপাড় এলাকায় যাত্রীবাহী অটো রিক্সাটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচরে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় একজন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে আনা হলে এখানে মারা যান আরো একজন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।