১১ জুন ২০২৪ , ৮:১০:৫৩ প্রিন্ট সংস্করণ
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিকতা ও স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় ঘর পেল বিধবা ময়ূরী বেগম।
সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা সংবাদদাতা।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান ও ইউনিয়ন চেয়ারম্যান নোমান সিদ্দিকীর সার্বিক সহযোগিতায় ঘর পেল বিধবা মূয়ুরী বেগম (৫৬)।
তিনি ১৫নং শরীফপুর ইউনিয়নের উত্তর শরীফপুর গ্রামের ১নং ওয়ার্ডের মৃত শামসুল হকের স্ত্রী।
তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে আনোয়ার হোসেন (২৬) মাদকাসক্ত। মাদক সেবন করে প্রায় মাকে মারধর করতো। বিভিন্ন সময় ঘরের আসবাব ভাংচুর করে সব বিক্রি করে ফেলতো। এমনকি নেশার টাকার জন্য ঘরের টিনও বিক্রি করে ফেলেছে। গত কয়েকদিন আগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে খবর আসে আনোয়ার হোসেন তার মাকে মারধর করছে নেশার টাকা দেওয়ার জন্য। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে গাঁজা সহ তাকে হাতে নাতে পায় এবং ৪ মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন । এ সময় তিনি বিধবা ময়ূরী বেগমের বেড়া বিহীন ভাঙাচুরা একটি ঘর দেখে তাকে সমবেদনা জানান এবং একটি ঘর করে দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।
পরবর্তীতে ময়ূরী বেগমের ঘর কিভাবে বাস্তবায়ন করা যায় তার পদক্ষেপ গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বলে কাজ শুরু করে দেন। ঘরের কাজ শেষ হয়ে দৃশ্যমান হলে মঙ্গলবার
উপজেলার মানবিক নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমান ইউনিয়ন চেয়ারম্যান নোমান সিদ্দিকী সহ সংশ্লিষ্টদের নিয়ে তাকে ঘর বুঝিয়ে দেন।
এ সময় ময়ূরী বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার দুঃখ বুঝার মানুষ খুবই কম। মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্বাহী স্যার ও আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে আশীর্বাদ হিসেবে পাঠিয়েছে বলে আমি একটি ঘর পেয়েছি। আমি স্যারের কাছে কৃতজ্ঞ।
নির্বাহী অফিসার বলেন যতদিন বেঁচে থাকবো মানুষেরসপবায় নিয়োজিত আছি। উপজেলার যেকোন মানুষ যেকোন সমস্যায় নিশ্চিন্তে আমার কাছে আসবেন আপনাদের সেবার জন্য আমি আছি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।