দেশজুড়ে

রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটির ওয়ার্কশপ

 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, কৌশিক দাশঃ

উচ্চশিক্ষা ও গবেষণাধর্মী কাজকরা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সংগঠন রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটির উদ্যোগে সিভি রাইটিং অ্যান্ড লিংকডইন সম্পর্কিত ওয়ার্কশপ অনুষ্ঠিত।

আজ বুধবার (১লা মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৭ নাম্বার কক্ষে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপে দুই সেকশনে দুইজন স্পীকার আলোচনা করেন।

প্রথম সেকশনে আলোচনা হয় সিভি রাইটিং এর খুঁটিনাটি নিয়ে। এতে বক্তব্য রাখেন মো: আরিফুল ইসলাম, সিইও, ইউটিসি গ্লোবাল একাডেমী। এসময়ে কর্পোরেট জগতে সর্বাগ্রে এগিয়ে থাকতে সিভি প্রস্তুতের সকল ধারনা প্রদান করেন তিনি।

অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে বক্তব্য রাখেন মো: মিজানুর রহমান রিয়ান, ম্যানেজমেন্ট কমিউনিকেশন অফিসার, ইউটিসি গ্লোবাল একাডেমী। তিনি লিংকডইন প্রোফাইল এর গঠন, প্রয়োজন, উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ওয়ার্কশপ শেষে আয়োজক ক্লাবের সভাপতি আকিব আদনান সাফিন দুইজন স্পিকারকে সম্মাননা স্মারক প্রদান করেন।

উলেখ্য, অনুষ্ঠানে উপস্থাপক হিসাবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী, আয়োজক ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার, আফিয়া তাবাসসুম।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content