ঢাকাসোমবার , ১০ জুন ২০২৪
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তার সামনে দুই

Developer Zone
জুন ১০, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তার সামনে দুই মেয়র প্রার্থীর সংঘর্ষ হামলা, সম্মেলন কক্ষ ভাংচুর
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সামনেই দুই মেয়র প্রার্থী রফিকুল ইসলাম ও দেওয়ান আবুল বাসার বাদশার সংঘর্ষ। এসময় এক পর্যায়ে তারা উপজেলা সম্মেলন কক্ষের দরজা, জানালা ভাঙচুর ও চেয়ার ছোঁড়াছোঁড়ি করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার বেলা ১১ টার দিকে রূপগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আবুল বাশার বাদশাকে ও রফিকুল ইসলামকে মৌখিক ভাবে সতর্ক করেছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ।
সরেজমিনে দেখা গেছে, সোমবার উপজেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছিলেন রিটার্নিংকর্মকর্তা। এসময় আবুল বাশার বাদশা লোকজন নিয়ে সম্মেলন কক্ষে প্রবেশ করে সামনের সাড়িতে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে কথাকাটাকাটি হয়। এক পর্যায় তাদের মধ্যে হাতাহাটির ঘটনা ঘটে। পরে সম্মেলন কক্ষেই দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও চেয়ার ছোড়াছুড়ি হয়। পরে সম্মেলন কক্ষের দরজা, জানালা ও প্রজেক্টর ভাংচুর করেন। এসময় উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এটা যেনো আর না হয় সেদিকে দৃষ্টি আছে।
জেলা রিটানিং অফিসার ইস্তাফিজুল হক আকন্দ বলেন, অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটে যাওয়ায় আমর আন্তরিকভাবে দুঃখিত। এ ব্যাপারে বাদশাকে ও রফিকুল ইসলামকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

গোলাম মোস্তফা (সাগর)
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
তাং ১০/০৬/২৪ ইং

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।