এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ আগামী ১৯ জুলাই’২৪, শুক্রবার, রাজধানী ঢাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে গতকাল ৯ জুন’২৪, রবিবার, রাতে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মারুফের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ নেছার উদ্দিন, সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, বাস্তবায়ন কমিটির সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম, মাস্টার মাহবুবুর রহমান, মুফতী মোস্তাফিজুর, আল আমিন সোহাগ, মুফতী হাফিজুল হক ফাইয়াজ, মুহাম্মাদ জোবায়ের হোসেন, এইচ এম রবিউল ইসলাম, মিরাজ হোসেন মঈন, মাওলানা লিয়াকত আলী, মুফতী ফরহাদুল ইসলাম, মাওলানা আকরাম হোসেন, মুফতী জয়নুল আবেদীন, রবিউল ইসলাম, মুহাম্মাদ ওয়ালীউল্লাহ তালুকদার, ইকবাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।