১ মার্চ ২০২৩ , ৭:২৯:২৮ প্রিন্ট সংস্করণ
নুর-আমিন , খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ফ্রী ডেন্টাল চেকআপ ক্যাম্প শুরু অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) সকালে পপুলার ডেন্টাল কেয়ার এর আয়োজনে ফ্রী ডেন্টাল চেকআপ ক্যাম্পের উদ্বোধন করেন জমির উদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ নিপুণ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জীতেন্দ্রনাথ রায়, পপুলার ডেন্টাল কেয়ারের ডেন্টিস্ট রেজওয়ানুল রাব্বি, আসিফ ডেন্টাল কেয়ার (বীরগঞ্জ) এর ডেন্টিস্ট আসিফ আহমেদ, মান্না ডেন্টাল কেয়ার (বোদা) এর মেহেদী হাসান, মা-বাবা ডেন্টাল কেয়ার (কাহারোল) এর মো.নূর মোহাম্মদ।