ঈদে চার সিনেমার লড়াই
আবদুল করিম সোহাগ
স্টাফ রিপোর্টার
এক সপ্তাহ পরেই ঈদ। ইতোমধ্যেই ঈদের সিনেমা মুক্তি নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। তাই মুক্তির আগেই পুরোদমে চলছে প্রচারণা। এ জন্য টিজার থেকে শুরু করে প্রকাশিত হয়েছে সিনেমাগুলোর গানও। প্রথমে মুক্তির তালিকায় ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’ ও ‘জংলি’ সিনেমা তিনটি থাকলেও হঠাৎ করেই ‘জংলি’ ছিটকে পড়েছে মুক্তির মিছিল থেকে। এম রাহিমের পরিচালনায় সিয়াম ও বুবলী অভিনীত ‘জংলি’ মুক্তির মিছিল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।
কারণ হিসেবে দেখিয়েছেন ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর কারণে শুটিং সঠিক সময়ে শেষ করতে পারেননি তারা। তাইতো পূর্বের ঘোষণা মোতাবেক ঈদে ছবিটি মুক্তি দিতে পারছেন না পরিচালক ও প্রযোজক।
‘জংলি’ পেছালেও মুক্তির তালিকায় নতুন যুক্ত হয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমা ‘রিভেঞ্জ’। এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।
তবে প্রচারণায় সবচেয়ে বেশি এগিয়ে আছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি নিয়ে রীতিমতো ঝড় ওঠেছে সোশ্যাল মিডিয়ায়। এতে শাকিবের সঙ্গে কলকাতার মিমি চক্রবর্তী ও ঢাকার নাবিলাকে দেখা যাবে। সিনেমাটিতে অন্যরকম চমক হিসেবে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এই ছবির ‘লাগে উড়া ধুরা’ গানটি প্রকাশের পর থেকেই ঝড় যেন থামছেই না। ছবির পোস্টার ও টিজার প্রকাশের পর নকলের অভিযোগে অভিযুক্ত হলেও গান মুক্তির পর সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছে তুফান। প্রেক্ষাগৃহের মালিকদেরও ছবিটি মুক্তি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলেও জানা গেছে।
বলতে গেলে এই সিনেমার মাধ্যমে এবার ঈদ থাকবে শাকিব খানের দখলে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটিতে নব্বইয়ের দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তবে সম্প্রতি এই সিনেমা নির্মাণে টাকা পাচারের অভিযোগ তুলেছেন শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার প্রযোজক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। তিনি এক অনুষ্ঠানে অর্থ পাচারের অভিযোগ এনেছেন তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।
এরপরেই রয়েছেন নির্মাতা রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। এই সিনেমাটি নিয়ে পুরোদমেই প্রচারণা চালাচ্ছেন নির্মাতা ও ছবি সংশ্লিষ্টরা। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি হক ও সুদীপ বিশ্বাস দ্বীপ। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করছে আজ ইন্টারন্যাশনাল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ। এই ছবিটিও দর্শকদের আলাদাভাবে নজর কাড়বেন বলেও মনে করছেন সিনেমাপ্রেমীরা।
এই দুটি ছবির সঙ্গে নতুন করে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে ‘রিভেঞ্জ’ সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও পেয়েছে এটি। অ্যাকশনধর্মী এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ প্রমুখ। মোহাম্মদ ইকবাল বলেন, ‘অনেক দিন ধরে ‘রিভেঞ্জ’ মুক্তির জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আসছে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করেছি। ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। আশাকরি ছবিটি দর্শকদের পছন্দের তালিকায় থাকবে।’
সবশেষ ঈদুল আজহায় মুক্তির দৌড়ে শামিল হলো মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’।বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প।
এতে অভিনয় করেছেন— মুন্না খান, কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনা করেছেন মুন্না খান।
সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পভিত্তিক সিনেমা। হলে দর্শক উপভোগ করবে সিনেমাটি। ঈদের প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা। সব সিনেমার সাফল্য কামনা করি।’
এই চার সিনেমাগুলোর লড়াই কেমন হবে বা কোন সিনেমা বেশি দর্শকপ্রিয়তায় এগিয়ে যাবে সেটার জন্য অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। তবে তিনটি ছবিই যেন দর্শকরা দেখেন সেই প্রত্যাশাই করছেন সিনেমাসংশ্লিষ্টরা।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।