দেশজুড়ে

লাখাইয়ে বিকাশে আসা প্রবাসীর রেমিট্যান্সের টাকা ফেরত দিলেন স্কুল ছাত্র।

কামরুল হাসান সুজন,
লাখাই-হবিগঞ্জ

এক প্রবাসীর রেমিটেন্সের টাকা বিকাশের মাধ্যমে ভুল করে স্কুল ছাত্রের একাউন্টে চলে এলে ওই টাকা সেন্ড মানির মাধ্যমে প্রাপকের কাছে ফেরত পাঠিয়েছেন বিএম তারেক নামের ওই ছাত্র।

তারেক লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তিনি মশাদিয়া গ্রামের সেলিম মিয়ার পুত্র। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার বাসিন্দা হাবিবুর রহমান ওই মালয়েশিয়ায় প্রবাসী ২৭ ফেব্রুয়ারী সকালে দেশে অবস্থানরত তার ভাগ্নে রবিনের নিকট মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা প্রেরণ করেন। ভুল করে ওই টাকা তারেক নামের ওই ছাত্রের বিকাশ একাউন্টে চলে আসে। বিষয়টি ওই প্রবাসীর নিকট থেকে জানতে পেরে তারেক সেই টাকা সেন্ড মানির মাধ্যমে ফেরত পাঠিয়ে দেন। এ বিষয়ে তারেক জানান, ওই প্রবাসীর কষ্টের রেমিটেন্সের টাকা ফেরত প্রদান করতে পেরে ভালো লাগছে। প্রবাসী হাবিবুর রহমান টাকা ফেরত ওই ছাত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content