দেশজুড়ে

লাখাইয়ে বিকাশে আসা প্রবাসীর রেমিট্যান্সের টাকা ফেরত দিলেন স্কুল ছাত্র।

কামরুল হাসান সুজন,
লাখাই-হবিগঞ্জ

এক প্রবাসীর রেমিটেন্সের টাকা বিকাশের মাধ্যমে ভুল করে স্কুল ছাত্রের একাউন্টে চলে এলে ওই টাকা সেন্ড মানির মাধ্যমে প্রাপকের কাছে ফেরত পাঠিয়েছেন বিএম তারেক নামের ওই ছাত্র।

তারেক লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তিনি মশাদিয়া গ্রামের সেলিম মিয়ার পুত্র। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার বাসিন্দা হাবিবুর রহমান ওই মালয়েশিয়ায় প্রবাসী ২৭ ফেব্রুয়ারী সকালে দেশে অবস্থানরত তার ভাগ্নে রবিনের নিকট মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা প্রেরণ করেন। ভুল করে ওই টাকা তারেক নামের ওই ছাত্রের বিকাশ একাউন্টে চলে আসে। বিষয়টি ওই প্রবাসীর নিকট থেকে জানতে পেরে তারেক সেই টাকা সেন্ড মানির মাধ্যমে ফেরত পাঠিয়ে দেন। এ বিষয়ে তারেক জানান, ওই প্রবাসীর কষ্টের রেমিটেন্সের টাকা ফেরত প্রদান করতে পেরে ভালো লাগছে। প্রবাসী হাবিবুর রহমান টাকা ফেরত ওই ছাত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন:

আরও খবর

ক্ষমা, রহমত ও নূরের রজনী আজ

দারুল ইরফান একাডেমীর দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে: সালাম মূর্শেদী মোল্লা জাহাঙ্গীর আলম- খুলনা। খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিযয়ে চলেছে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য দলের নেতা-কর্মীদের সরকারে উন্নয়নের সাফল্যের কথা দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে। সালাম মূর্শেদী বলেন, শেখ হাসিনা যতদিন আছে, ততদিন এদেশ নিরাপদে থাকবে। তাই দেশের সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তায় আওয়ামী লীগকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই।মঙ্গলবার ২ জানুয়ারি বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী শিবাবড়ি মন্দির চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের পরিচালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, সদস্য মোঃ জামিল খান, ফারহানা নাজনীন, মোসাঃ সামছুন নাহার, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউপি চেয়ারম্যান সাহগীর হোসেন পাভেল। এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আ’লীগ নেতা সৈয়দ মিজানুর রহমান, যুবলীগ নেতা শেখ ইয়াজুর ইসলাম, আ’লীগ নেতা গাজী আজগর আলী, মোঃ ইখতিয়ার হোসেন, মোঃ শাহ আলম খান, মোঃ নাসিম, এসএম ফরহাদ হোসেন, যুবলীগ নেতা এসএম হাবিবুর রহমান তারেক, ছাত্রলীগ নেতা মোঃ নাহিদুর রহমান, মোঃ ইয়াসিন আরাফাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, মোঃ আবুল বাশার, শ্রমিক লীগ নেতা সাইদুর রহমান রিতা, কৃষক লীগ নেতা শেখ আব্দুর রহমান, যুব মহিলা লীগ নেতা মরিয়ম আক্তার পপি প্রমুখ। এর আগে, বেলা ১১টায় দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তুতা কবের খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু। গাজীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সদস্য বিষ্ণুপদ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, গাজীরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল সরদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রিন্স রায়, গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক যুবলীগ নেতা মহাসিন মোল্লা, মোঃ বাবুল, সংরক্ষিত ইউপি সদস্য খুকুমনি। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা জিন্নাত শেখ, লুৎফর মোল্লা, গোলাম মোস্তফা মোল্লা, সেকেন্দার মোল্লা, আকরাম হোসেন প্রমুখ।

বুড়ি তিস্তা নদী আছে চরে নেই বালু

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে আলফাডাঙ্গা ‘

মোরালুক সাহিত্য উৎসব অনুষ্ঠিত

Sponsered content