ঢাকাশনিবার , ৮ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে খাল সাঁতরে কুমিরের আক্রমণে মৃত্যু

Developer Zone
জুন ৮, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনে খাল সাঁতরে কুমিরের আক্রমণে মৃত্যু

মোল্লা জাহাঙ্গীর আলম /ভ্রাম্যমাণ প্রতিনিধি //

সুন্দরবনে অবৈধভাবে মধু আহরণ শেষে ফেরার পথে কুমিরের আক্রমণে মৌয়ালের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) দুপুর ১টার দিকে পূর্ব সুন্দরবনের করমজল খাল সাতার কেটে পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মৌয়াল মোশারফ হোসেন (৪৭) খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার আমীর আলী গাজীর ছেলে।

আরও জানা যায়, সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা ও বন্য প্রাণির প্রজনন বৃদ্ধির জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও নিহত মৌয়ালেসহ আরও তিন জন মধু সংগ্রহ করার জন্য খাল সাঁতরে সুন্দরবনে প্রবেশ করেছিলেন।

এরপর ফেরার পথে কুমিরের হামলার শিকার হন।
সুন্দরবন পূর্ব বিভাগের চাদপাই ফরেস্ট অফিসের এসও আনিসুর রহমান বলেন, বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে শনিবার বনে প্রবেশ করেন খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী বন সংলগ্ন এলাকার বাসিন্দা মোশারফসহ আরও তিনজন।

মধু আহরণ শেষে দুপুর ১টার দিকে তারা সাঁতরে করমজল খাল পাড়ি দেয়ার চেষ্টা করেন। এ সময় কুমিরের আক্রমণের শিকার হন মোশারফ গাজী। সঙ্গে থাকা অন্য মৌয়ালরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে বন বিভাগের কর্মচারীরা ঘটনাস্থলে যান। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর মৌয়াল মোশারফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শেয়ার করুন: