দেশজুড়ে

রাণীনগরে বীমা দিবসে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : “আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। এলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় জাতীয় বীমা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এর পর উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোটনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যানমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,উপজেলা প্রাণি সম্পদ দপ্তর কর্মকর্তা কামরুন্নাহার আকতার,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান,সমাজ সেবা কর্মকর্তা মাহবুব আলম কচি প্রমূখ

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

ঐতিহ্যবাহী সংরক্ষণে চলতি বর্ষা মৌসুমে যশোরে ১ কোটি

টঙ্গী পূর্ব থানা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

পিরোজপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কা, এক নারী নিহত : আহত-২

পাইকগাছায় মহিলা মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের দাদনের টাকা ফেরত চাওয়ার অপরাধে মিতা রাণী মন্ডল (৩০) মহিলা চিংড়ী ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামে ঘটনাটি ঘটেছে। মিতা মন্ডল স্থানীয় ঘের মালিক পরিমল সর্দারেরকে ঘেরের মাছ মিতা রানীর কাছে বিক্রয় করবে মর্মে ২৫ বছর আগে ৫০ হাজার টাকা দাদন দেন। এদিকে মাছ বা টাকা বারবার তাকাদা দিলেও পাওনা টাকা ফেরৎ দিতে নানা তালবাহানা করে আসছে পরিমল।ঘটনার দিন মিতা রানী চিংড়ী মাছ কিনে বাড়ি ফেরার পথে তার বাড়ীতে তাকাদা দিতে গেলে পরিমলের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং এবং প্রাণনাশের হুমকি দেয়। মিতা রানী পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। পাইকগাছা থানার ডিউটি অফিসার ব্রজ কিশোর পাল জানান,অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পরিমল বলেন,এধরণের কোন ঘটনা ঘটেনি। সে আমার কাছে ৭৫০২ টাকা পাবে। আমার নামে মিথ্যা অভিযোগ করছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ আটক-২

কলাপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে