আইন

কুমিল্লা র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ২

 

মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা
র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০১ মার্চ ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৪২ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীদ্বয়’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও গ্রামের মোঃ মনির হোসেন এর ছেলে মোঃ সুজন মিয়া (২৫); ২। ভোলা জেলার চরফ্যাশন থানার হালিমাবাদ গ্রামের আলাউদ্দিন রিয়াজ এর ছেলে মোঃ মামুন হোসেন (২৩)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিনি কভার্ড ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মিনি কভার্ভ ভ্যান ব্যবহার করে নারায়ণগঞ্জ, ভোলা এবং কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content