৩ জুন ২০২৪ , ৫:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ
পাইকগাছায় কোমল পানীয়ের সাথে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে নববধূকে শ্লীলতাহানির চেষ্টা
মো জয় খান, পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় কোমল পানীয়ের সাথে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে নববধূকে শ্লীলতাহানির চেষ্টা
খুলনার পাইকগাছায় কোমল পানীর সাথে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে নববিবাহিতা স্ত্রী (১৮) কে শ্লীলতাহানির প্রচেষ্টার ঘটনা ঘটেছে। শ্লীলতাহানি ঘটনায় নববধুর স্বামী ইকবাল হোসেন ২৮ মে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোন ব্যবস্থা না হওয়ায় রবিবার (২ জুন) নববধুর স্বামী বাদি হয়ে একটি শ্লীলতাহানি চেষ্টার মামলা দায়ের করেন। যার নং-৩। মামলার পর রবিবার (২ জুন) বিকালে কপিলমুনি বাজার থেকে পিয়ারুল মোড়ল (২৪) কে গ্রেফতার করে পুলিশ।
মামলা ও পারিবারিক সূত্র জানা যায়, ঘটনার দিন ২৭ মে সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির কাশিমনগর গ্রামের মান্নান মোড়লের ছেলে পিয়ারুল (২৪) তার প্রতিবেশী মৃত কাশেম আলী মোড়লের ছেলে ইকবাল মোড়লের বাড়িতে যায়। একপর্যায়ে পিয়ারুল ইকবালকে একটি স্পিড খেতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইকবাল অজ্ঞান হয়ে পড়ে। এরপর পিয়ারুল তার স্ত্রীকে জোরপূর্বক মুখ চেপে কোলে করে পাশের রুমে নিয়ে শ্লীলতাহানির প্রচেষ্টা চালায়। এসময় তারা নববধুর মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে ক্ষত-বিক্ষত করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে তারা তার চোখে-মুখেসহ বিভিন্ন স্থানে কিল,ঘুষি মেরে আহত করে।
ঘটনার পরের দিন ২৮ মে সকাল আনুমানিক ১১ টার দিকে ইকবালের জ্ঞান ফিরলে তার স্ত্রী তাকে রাতের ঘটনা বিস্তারিত জানায়। এসময় সে প্রতিবেশী পিয়ারুলকে তার স্ত্রীর সাথে ঘটনার কারণ জানতে চাইলে উল্টো সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ মারপিট করতে উদ্যত হয়।
ইকবাল জানায়, গত প্রায় দু’ সপ্তাহ আগে সে তার স্ত্রীকে বিয়ে করেছে। বিয়ের পর পিয়ারুল তার স্ত্রীকে উত্যক্ত ও কূ-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি তাৎক্ষণিক তার স্ত্রী ইকবালকে জানালে পিয়ারুলকে তাদের বাড়িতে আসতে নিষেধ করে। ঘটনার দিন ২৭ মে সন্ধ্যায় তার বাড়িতে প্রবেশ করে কৌশলে স্পিডের সাথে ঘুমের ওষুধ খাওয়ায় ও পরে তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম জানান, ঘটনায় ২ জুন মহিলার স্বামী ইকবাল হোসেন বাদী হয়ে একজনকে আসামী করে থানায় একটি শ্লীলতাহানি মামলা করেছে। যার নং-৩। ঘটনায় মূল নায়ক পিয়ারুলকে আটক করা হয়েছে।