লোহাগড়া পৌর সভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা
রাশেদ রাসু, জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৩৮ কোটি ৬২ লক্ষ ৪৮ হাজার ৬৯৩ টাকার উন্মুক্ত বাজেট বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে।
রবিবার (২জুন) দুপুরে পৌর সভার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় মেয়র সৈয়দ মশিয়ূর রহমান প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেন।
বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪ কোটি ৩২ লক্ষ ৪৮ হাজার ৬৯৩ টাকা।
বাজেটে রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ ২০ হাজার ৪২০ টাকা।
এ ছাড়া রাজস্ব টাকায় মোট উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৩৮ কোটি ৬২ লক্ষ ৪৮ হাজার ৬৯৩ টাকা।
প্রস্তাবিত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রতন কুমার রায়,
সচিব মো: তোফিকুল আলম, হিসাব রক্ষক উজ্জ্বল কান্তি সরকার, কাউন্সিলর বিশ্বনাথ দাস ভন্ডুল, আনিচুর রহমান, মিলু শরিফ, ফয়সাল আহমেদ ফারুক, মো: পলাশ শেখ, শাহাজাহান সিরাজ বিদ্যুৎ, মহিলা কাউন্সিলর (প্যানেল মেয়র) রাজিয়া সুলতানা বিউটি, মহিলা কাউন্সিলর খালেদা জামান, মহিলা কাউন্সিলর ইয়াসমিন বেগম প্রমুখ
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।