১ জুন ২০২৪ , ৮:৫০:১৪ প্রিন্ট সংস্করণ
মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে শনিবার স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ
ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন পাংশা ও বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষনা পরিষদ এর বাস্তবায়নে এ প্রদর্শনীতে ১২ টি ষ্টল অংশগ্রহন করেন।
প্রধান অতিথী হিসেবে এ সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করেন, বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মো: জিল্লুল হাকিম এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মো: মাসুদুর রহমান রুবেল (সহকারি কমিশনার ভূমি)। উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার,
মৎস্য অফিসার সাইদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ডিপিপির নির্বাহী পরিচালক খান মো: নকিব, ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান।
এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসেমিনার ও প্রদর্শনীতে বক্তারা স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, মৎস্য সম্প্রসারন, এবং প্রানী সম্পদ উন্নয়ন এর বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার।
মোঃ জাহিদুর রহিম মোল্লা
০১৭১৬৮১২৮৫৩