দেশজুড়ে

বড়ই আচার বিক্রিতে সংসার চলে লাখাইয়ের শাহাবুদ্দিনের।

কামরুল হাসান সুজন,
লাখাই-হবিগঞ্জ

লাখাইয়ের মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া গ্রামের শাহাবুদ্দিন দীর্ঘ ৪০ বছর যাবত বড়ইয়ের তৈরি আচার বিক্রি করে সংসার চালায়। ষাটোর্ধ শাহাবুদ্দিন লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে গ্রামে ঘুরে তা নিজের বাড়িতে তৈরি করা আচার বিক্রি করে আসছেন। শাহাবুদ্দিন এর সাথে গতকাল শনিবার বুল্লাবাজার এ রাস্তার পাশে বসে আচার বিক্রি করতে থাকা অবস্থায় আলাপকালে জানান আমি দীর্ঘদিন যাবত এ পেশার সংগে জড়িত। আমি হবিগঞ্জ, ঢাকা ও ভৈরব থেকে পাইকারি দামে শুকনো বড়ই ৮০ টাকা কেজি দরে কিনে থাকি।এ বড়ই বাড়িতে বিভিন্ন ধরনের মসলাগুঁড়া ও অন্যান্য উপাদান মিশ্রিত করে আচার তৈরি করি।এ কাজে আমার স্ত্রী সহযোগিতা করে থাকে।

এ আচার আমি ১৬০ টাকা কেজি দরে বিভিন্ন হাটবাজার এ বিক্রি করে আসছি। এতে আমার প্রতি মাসে গড়ে প্রায় ২০-২২ হাজার টাকা আয় হয়ে থাকে।তিনি আরোও জানান আমার এ আয়ে ১১ সদস্যের সংসার চলে।তাঁর স্ত্রী, ৪ পুত্র ও ৫ কন্যা সন্তান। আমার ২ মেয়ের বিয়ে হয়েছে। অন্য ছেলে মেয়েরা লেখা পড়া করছে।আমার বসতভিটে ব্যতীত কোন জমিজমা নেই। তাই আমার এ আয়ে সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচছে।সারাদিন ঘুরে ঘুরে আচার বিক্রি করতে পরিশ্রম হচছে তবুও তা ছাড়তে পারিনি। আচার বিক্রি করে কোনমতে সংসার চালাতে পারলেও ভবিষ্যতের জন্য কোন কিছু করতে পারিনি।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content