পাইকগাছায় জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি বিতরণ অব্যাহত
মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি ”
ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেলুটি, গড়ইখালী ও সোলাদানা ইউনিয়নের খাবার পানির তীব্র সংকট দেখা দেয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এলাকায় পানির সংকট নিরসনের জন্য মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাধ্যমে পানি বিতরণ কার্যক্রম অব্যাহত।
শুক্রবার সকালে দেলুটি ইউনিয়নে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাধ্যমে পানি বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন,থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সরকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন।খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: জামানুর রহমান, নির্বাহী প্রকৌশলী,মোঃ আকমল হোসেনের নির্দেশে অতিরিক্ত নেতৃত্ত্বদেন উপ- সহকারী প্রকৌশলী সবুজ সরকার ও অতিরিক্ত দায়িত্বে ৫জন মেকানিক,অফিস সহকারী ক্লার্ক অরুন ঢালী।মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টির পরিচালনার দায়িত্বে পালন করেন মোঃ মশিয়ার রহমান।
প্রেরক-
মো: শফিয়ার রহমান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
মোবাইল: ০১৭১২-৩৩৩১৯৫
তারিখ: ৩১-০৫-২৪ইং।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।