সারাদেশ

নাচোলে নিরাপদ ফসল উৎপাদনে মাঠ দিবস ও  পুরস্কার বিতরণ

নাচোলে নিরাপদ ফসল উৎপাদনে মাঠ দিবস ও  পুরস্কার বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৩-২৪ ইং অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কসবা ইউনিয়নের এলাইপুর মাদ্রাসা মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন কৃষক-কৃষাণীকে দুই হাজার আট’শ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় নাচোল  উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, তৃতীয় বারের সফল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সালেহ আকরাম, কসবা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আল-মেহরাব, বাইলকাপাড়া বদ্ধায়চন্ডীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোলাইমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুর নুর, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ও আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ২৫ জন কৃষক- কৃষাণী প্রশিক্ষনার্থীসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অনুষ্ঠানের শুরুতে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকের অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content