কক্সবাজার

ঈদগাঁওতে বিশ্ব মা দিবস উপলক্ষে চারা বিতরণ

ঈদগাঁওতে বিশ্ব মা দিবস উপলক্ষে চারা বিতরণ

ঈদগাঁওতে বিশ্ব মা দিবস উপলক্ষে চারা বিতরণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

ঈদগাঁওতে ‘জননীর জন্য ভালোবাসা অনুষ্ঠান’ ও ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ ও আর্থিক পরামর্শ প্রদান করা হয়।
সরকারি-বেসরকারি যৌথ মালিকানাধীন
‘প্রথম প্রজন্মের’ ব্যাংক খ্যাত আইএফআইসি ব্যাংক পিএলসি ঈদগাঁও বাজার উপ-শাখা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন। ঈদগাঁও বাজার উপ-শাখার অফিসার ইনচার্জ মোঃ আবু তৈয়বের সভাপতিত্বে ব্যাংকের অভ্যন্তরে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন অত্র শাখার সহকারি অফিসার সাজিদ হাসান তানভীর ও রামু উপ-শাখার সহকারী অফিসার মিজানুর রহমান।

বক্তারা বলেন,দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি হচ্ছে নারী। দেশকে স্বাবলম্বী ও স্বয়ং সম্পূর্ণ করতে হলে নারীদের অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে হবে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এ ব্যাংকটি কর্পোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া নারী সমাজকে ব্যাঙ্কিং সুবিধার আওতায় নিয়ে আসার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত নারী গোষ্টিকে আর্থিকভাবে স্বাবলম্বী ও সঞ্চয়ী হওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সঞ্চয়ের প্রয়োজনীয়তা ও প্রসেসিং সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।
আলোচকরা মা-দেরকে উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠারও আহ্বান জানান। সমাবেশে মহিলা উদ্যোক্তা, গৃহিণী, চাকুরিজীবী, গ্রাহকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content