২৮ মে ২০২৪ , ১২:৪৮:১৪ প্রিন্ট সংস্করণ
এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাবেক সভাপতি এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-ভূরুঙ্গামারী উপজেলা শাখার পরামর্শ পরিষদের অন্যতম সদস্য মুহাম্মাদ আব্দুর রহমানের মমতাময়ী “মা” আজ (২৭-০৫-২৪ইং) সোমবার, আনুমানিক ৮:২০মিনিটে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। তিনি কয়েকদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৫ বছর (আনুমানিক)। তিনি তার ২ ছেলে এবং ১ মেয়ে রেখে যান।
সাবেক ছাত্রনেতা ও যুবনেতা আব্দুর রহমানের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে সহ-সভাপতি এইচ এম নুরুন্নবী হুসাইন এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শেখ ফরিদ-সহ একটি প্রতিনিধি দল তার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজ খবর নেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় বাংলাদেশ মুজাহিদ কমিটি-ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায় মরহুমার জানাযা নামায আগামীকাল (২৮ মে-২৪ইং) রোজ মঙ্গলবার তার নিজ বাড়িতে (ভূরুঙ্গামারী উপজেলা সাস্থ কমপ্লেক্সের ১/২ কিলোমিটার পশ্চিমে কামাতআঙ্গারীয়া আদর্শ সরকারী প্রাথমীক বিদ্যালয় মাঠে) অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।