২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:০৪:১৪ প্রিন্ট সংস্করণ
জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি>>
পুলিশের বিশেষ অভিযানে ঢাকা সাভার এলাকা থেকে দীর্ঘদিন পলাতক ৩ মামলার সাজাপ্রাপ্ত ও ১ মামলার পরোয়ানা ভুক্ত আসামি মো. হাবু মোল্লা’কে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত অকেল মোল্লা’র ছেলে।
জানাযায়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর সাড়ে ১২ টার দিকে ঢাকা জেলার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, হাবু মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিল, সে ৩টি জিআর মামলার সাজা ও ১টি জিআর মামলার পরোয়ানা ভুক্ত আসামি। গতরাতে তাকে ঢাকার সাভার উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করে আজ দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।