দেশজুড়ে

চান্দগাঁও চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন’ গ্রুপের উদ্যোগে গীতা স্কূল উদ্বোধন ও শ্রীমদ্ভগবদগীতা বিতরণ

চান্দগাঁও চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন’ গ্রুপের উদ্যোগে গীতা স্কূল উদ্বোধন ও শ্রীমদ্ভগবদগীতা বিতরণ।

চট্টগ্রাম ভ্রাম্যমাণ প্রতিনিধি
অঞ্জন লাল মহাজন

২৪ মে শুক্রবার সকাল ১০ঘটিকার সময় চট্টগ্রাম,চান্দগাও থানা,মধ্যেম মোহরা ‘চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন’ গ্রুপের পক্ষ থেকে শ্রীশ্রী ক্ষেত্রপাল মন্দির বৈদিক গীতা শিক্ষা পরিষদে ছাত্র-ছাত্রীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা ও স্টেন বিতরন করা হয়।
উক্ত, শ্রীমদ্ভগবদগীতা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী কুমার অধীর শীল(চকরিয়া),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন গ্রুপের অ্যাডমিন শ্রী মুন্না কান্তি নাথ(মিরাসরায়) আরো উপস্থিত ছিলেন (সজল দাস,জয় দাস,স্বপ্ন পাল,পূর্ণিমা সিকদার,তন্নী পাল,জীবন দাস,লিমান দাস ও অভি ধর সহ অনেকে। শ্রীশ্রী ক্ষেত্রপাল মন্দির বৈদিক গীতা শিক্ষা পরিষদের সভাপতি ,সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ,এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সনাতনী বন্ধু জোন গ্রুপের সকল সদস্যমন্ডলী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য বলেন,শ্রীমদ্ভগবদগীতা কেবলমাত্র ধর্মগ্রন্থ নয়,এটি সর্বশাস্ত্রময়ী উদার মানবতার জয়গানে মুখরিত মানববিজ্ঞান গীতা হচ্ছে জ্ঞানগঙ্গা গীতা নিয়ে যেই ব্যক্তি যতদূর বা যতক্ষণ করবে বা ভাববে তার ততখানি জ্ঞান গঙ্গায় পরিণত হবে। ।তিনি আরো বলেন, নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের বিকল্প নেই। গীতা শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো প্রতিটি সদস্যের মুখে এই স্লোগান শুনতে চায়। আপনাদের এই উদ্যোগ আমি খুব খুব প্রসন্ন এবং এভাবেই এগিয়ে যাবেন এই প্রত্যাশা রাখি সর্বদা লেগে থাকবেন, প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন।
ছবি ক্যাপশনঃ- শ্রীশ্রী ক্ষেত্রপাল মন্দির বৈদিক গীতা পরিষদের ছাত্র-ছাত্রীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা ও স্টেন বিতরণ কালের,

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

বগুড়ায় রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেড

সীতাকুণ্ডে ফৌজদারহাট যাত্রীবাহী বাস উল্টে এক জন নিহত

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃসৌরভ কুমার বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টা হতে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান, এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, নির্বাচন কর্মকর্তা ইসহাক, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, তথ্য আপা যুথিকা বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, আইন শৃঙ্খলা সভার সাথে গুরুত্বপূর্ণ ১৭’টি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

মির্জাগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সংবাদ সম্মেলন।

নওগাঁ মেডিকেল কলেজে কোটাবিরোধী আন্দোলন,ছাত্রলীগের বাধা।

রমজানে ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত