দেশজুড়ে

নিপুন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অশুভ:

নিপুন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অশুভ: ঝন্টু

আবদুল করিম সোহাগ
বিনোদন প্রতিবেদক ঢাকা।

নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে। এর বড় কারণ, পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের ফলাফল মেনে নিয়ে আবার আদালতে রিট করা। যার ফলে আদালত থেকে ছয় মাসের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে।

নির্বাচনের এক মাস পরে নিপুণের এমন কর্মকাণ্ড মোটেও ভালোভাবে নিচ্ছেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

অনেকেই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রীকে নিয়ে। তাদেরই একজন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।
সম্প্রতি নিপুণের রিট দায়ের প্রসঙ্গে এই পরিচালক বলেছেন, ‘শিল্পী সমিতিতে ডিপজল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলে সুন্দরভাবে দুটি বছর চলবে। ডিপজল যেন এখানে না থাকতে পারে সেই ষড়যন্ত্র হয়েছে।
এই জিনিসটা আমার দৃষ্টিতে শুভ না। ওর সম্মান ও অর্থ সব কিছুই আছে। সে এখানে থাকলে চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়নের কথাই ভাববে। সে পাস করেছে, নিপুণ গিয়ে কেস করেছে।
আমার মনে হয় সে এটা না করলেও পারত।’
তিনি বলেন, ‘যত দূর জানি ডিপজল দুই নম্বরি করে নির্বাচন করেনি। আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে আমার মনে হয় না কিছু পাবে। সব কিছু মেনে নিয়ে রিট করার মানে হয় না।ৃ

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content