অপরাধ

গোয়ালন্দে পুলিশের চেকপোষ্ট! ফেনসিডিল সহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৫৮:৫০ প্রিন্ট সংস্করণ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি>>

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পুলিশের বিশেষ অভিযানে ৮ বোতল ফেনসিডিল সহ মো. রফিকুল ইসলাম নামে ১ মাদক কারবারিকে গ্রেপ্তার।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি জামালপুর সদর উপজেলার শেখ পাড়া (ভালুহাটা) এলাকার মো. নজরুল ইসলাম এর ছেলে।

থানা সূত্রে জানাযায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোস্ট করে ৮ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content