ঢাকামঙ্গলবার , ২১ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ

জয়পুরহাটের দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা।

Developer Zone
মে ২১, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা।
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
সুকমল চন্দ্র বর্মন। জয়পুরহাটের দুই উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা, জয়পুরহারহাট সদর ও পাঁচবিবি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা শেষে দুই উপজেলায় দুইজনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে সন্ধ্যা রাতে, জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের নির্বাচিত ঘোষণা করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায,জয়পুরহাট সদর উপজেলায় মো. হাসানুজ্জামান মিঠু (মোটরসাইকেল) প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছুদ (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৬হাজার ১৯১ ভোট।

ও পাঁচবিবি উপজেলা পাঁচ পুরুষকে হারিয়ে সাবিকুন নাহার শিখা (ঘোরা) প্রতীক নিয়ে ৩৮হাজার ০৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর সিদ্দিক (আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১১হাজার ৬৪৭ভোট।

এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা শেষে এসব তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট জেলা জেলা নির্বাচন অফিস৷

শেয়ার করুন: