দেশজুড়ে

পিরোজপুরে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট

২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:০৭:৩৫ প্রিন্ট সংস্করণ

 

পিরোজপুর প্রতিনিধি :

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে পিরোজপুর জেলা শাখা। কর্মসূচির মধ্যে রয়েছে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সোমবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপিকা লায়লা পারভীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদা বারেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বরূপকাঠী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মনি, কাউখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাদী রেবেকা চৈতি, ইন্দুরকানী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলরুবা মিলন, স্বরূপকাঠী উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিরা রানী রায় চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content