ফাতেমা আক্তার মাহমুদ ইভা, স্টাফ নারায়ণগঞ্জ: ঢাকা রামপুরা বিটিভি ২০২৪ সোমবার সন্ধ্যার ৬:৩০ অনুষ্ঠান হয়।
বাংলাদেশের যাত্রা শুরু করলো অল ইলেকট্রিক বিডি ইন্ডিয়ার সুনামধন্য ব্যান্ড এলমেজারকে নিয়ে। আজ রাজধানীর দা উইল্ড লাউন্ড রেস্টুরেন্টে তাদের বর্ণাঢ্য প্রদর্শনী ও ডিস্ট্রিবিউটর পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিস্টার রাজ।
এনার্জি ম্যানেজমেন্ট সলিউশন নিয়ে তারা ভারতের সুনামের সহিত দীর্ঘদিন দীর্ঘদিন কাজ করছে। বাংলাদেশ “অল ইলেকট্রিক বিডি” তাদের পরিবেষক এখন থেকে এলমেজার পণ্য সারা দেশব্যাপী পরিবেশন করবে “অল ইলেকট্রিক বিডি” । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম এম, ডি, ইঞ্জিনিয়ার আবুল বাশার এম,ডি পেটেমকো, ইঞ্জিনিয়ার রুকন উজ জামান এম ই. পি কনসালটেন্ট
ইঞ্জিনিয়ার জুয়েল দাস ই. পি কনসালটেন্ট প্র- ম্যাক, ওবারদুর রহমান নির্বাহী পরিচালক আল ইলেকট্রনিক বিডি। এছাড়াও আলমগীর আহমেদ কোম্পানি :সিলিকন ইলেক্ট্রো পাওয়ার মেনটেনেন্স ম্যানেজার , উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে অতিথি ফাতেমা আক্তার মাহমুদা জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ মহিলা সম্পাদক এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রচারক সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের প্রচারক সম্পাদক,
আরো উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ শাহাদত হোসেন, সহকারী মহাব্যবস্থাপক ( ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্টুমেন্টেশন), পারটেক্স পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড, প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার, সভাপতি, জাতীয় স্টিয়ারিং কমিটি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি), প্রকৌঃ মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক, জাতীয় স্টিয়ারিং কমিটি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি), প্রকৌঃ এহেত এনামুল হাসান, হেড অব মেইনটেনেন্স, শুকতারা প্রিন্টার্স (বেক্সিমকো ফার্মা লিঃ) এবং প্রকৌঃ মোঃ শরিফুর রহমান, সিইও, দিশারী ইঞ্জিনিয়ারিং লিঃ
অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ইলেকট্রিক কোম্পানির ইঞ্জিনিয়ার ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ও ইঞ্জিনিয়ারিংগণ এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।