পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন কতৃক এক শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএমএ আউয়াল। আজ (২৭ ফেব্রুয়ারি) সোমবার বিকাল ৩:০০ টায় নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এ্যাড. কানাই লাল বিশ্বাস এবং সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ মোশারফ হোসেন খান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আশুতোষ বেপারীর সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র জনাব আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সাবেক যু্গ্ম- সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাড. মোঃ মোস্তফা কামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জনাব খান মোঃ আলাউদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ।
এছাড়াও উক্ত সমাবেশে জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং আওয়ামী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।