দেশজুড়ে

টেকনাফে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য,শিশু সুরক্ষা, মাদক, মানবপাচার প্রতিরোধ,লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৫৭:১৩ প্রিন্ট সংস্করণ

 

এস এন কায়সার জুয়েল
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
টেকনাফে কিশোর-কিশোরীদের
যৌন ও প্রজনন স্বাস্থ্য,শিশু সুরক্ষা, মাদক, মানবপাচার প্রতিরোধ,লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক সভা ইউএনও কনফারেন্স রুমে (২৭ ফেব্রুয়ারি) ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।
এনজিও সংস্থা ইপসা কতৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক, উপজেলা সমাজ সেবা অফিসার খোরশেদ আলম। ইপসা সিওসি প্রজেক্ট কো-অর্ডিনেটর রুহুল্লাহ খান কামাল গৃহীত উন্নয়ন প্রকল্প,শিশু শ্রম বন্ধ, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ, মাদক পাচার, মানব পাচার, যৌন স্বাস্থ্য অধিকার ও নারী বৈষম্য দূরীকরণ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ে উপস্থাপন করেন
উক্ত সভয় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা সভাপতি এস এন কায়সার জুয়েল, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, মহিলা ইউপি সদস্য হাবিবা আক্তার,ডা: আকলিমা জামাল মেডিকেল অফিসার, ইপসা বি এম জেড প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার আবেদ উল্ল্যাহ সিবিসিপি অফিসার আবুল মহসিন, সিবিসিপি অফিসার রাশেদুল আলম, শিক্ষক, ইমাম, উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন,স্কুল এবং মাদ্রাসায় কিশোরদোর পাশাপাশি কিশোরীদের যৌন স্বাস্থ্য বিষয়ক উন্নয়ন করা, শিশু সুরক্ষা বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করেছেন। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরের সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। পাশাপাশি মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে উক্ত কার্যক্রমের বিষয় জনসচেতনতার লক্ষ্যে সভা-সেমিনার পরিচালনা করার আহ্বান জানান।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content