ক্যাম্পাস

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের আয়োজনে সচেতনতা সমাবেশ ও শপথ পাঠ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধি: ঈদগাঁও উপজেলাধীন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সরকারী নিবন্ধনকৃত সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের কতৃক আয়োজিত সচেতনতা সমাবেশ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

১১মে সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফির
সভাপতিত্বে ও ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় স্বাগত বক্তব্য রেখেছেন- ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সভাপতি রেহেনা আকতার কাজল। বক্তব্য রাখেন- কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক, সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলতথম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তারেক,ডেন্টাল চিকিৎসক মাজহারুল হক রিগ্যান, নির্বাচিত মেম্বার সালাউদ্দিন কাদের,পোকখালী যুব উন্নয়ন সংগঠন সভাপতি জান্নাতুল নূরী।

উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবার পক্ষে আবদুল খালেক
রোস্তমসহ অসংখ্য শিক্ষার্থীসহ শিক্ষক শিক্ষিকারা। সচেতনতা সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। বর্তমান সময়ের চলমান বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং ও মাদক প্রতিরোধে উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে সচেতনতার মাধ্যমে এগিয়ে আসার প্রতিও আহ্বান জানানো হয়েছে। সচেতনতা সমাবেশের পরে শফিউল আলম শফির দীপ্তকন্ঠে শপথ বাক্য পাঠ করান উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে।

উল্লেখ্য যে, ১৩ তম শিক্ষা প্রতিষ্ঠানে এই সচেতনতা সমাবেশ সম্পন্ন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পক্ষ থেকে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content