নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে ‘গুলি করে।
রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি,
নড়াইলের লোহাগড়ায় মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার মঙ্গল হাটা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোস্তফা কামাল একই এলাকার বাসিন্দা।
স্থানীয়সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মল্লিকপুরের সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন লিপুর সঙ্গে মোস্তফা কামালের বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে বাড়ির পাশে ঘরোয়া বৈঠকের সময় মোস্তফা কামালকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল সমর্থিত লোকজন সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন লিপুর হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলে।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।