অপরাধ

লোহাগড়ায় সংখ্যালঘুদের ওপর দুর্বৃত্তদের হামলা স্বামী স্ত্রী আহত

লোহাগড়ায় সংখ্যালঘুদের ওপর দুর্বৃত্তদের হামলা স্বামী স্ত্রী আহত

 

রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি,

 

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর মধ্যপাড়া গ্রামের পল্লী বিদ্যুতের লাইসেন্সধারী গ্রাম বিদ্যুৎবিদ অমল সরকারকে (৪৬) বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত।

পল্লী বিদ্যুতের পোলের লাইন দেয়া-নেওয়া কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার (৭ মে) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, অমল সরকার প্রতিদিনের ন্যায় কাজ সেরে বাড়িতে ফিরলে আগে থেকে ওত পেতে থাকা একই গ্রামের রউফ শিকদার, হালিম শিকদার ও সায়েম শিকদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অমল সরকারের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় অমল সরকারকে রামদা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। অমলের চিৎকার চেঁচামেচি শুনে তার স্ত্রী গীতা রানী সরকার তাকে ঠেকাতে আসলে দুর্বৃত্তরা গীতা রানী সরকার এর ওপর চড়াও হয়ে কিল, ঘুসি, লাথি মেরে গুরুতর আহত করে। এ সময় গিতা রানীর ব্যবহৃত স্বর্ণের চেইন তার গলা থেকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর এলাকাবাসী ও আমলের স্বজনরা এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় অমল সরকার নিজে বাদী হয়ে রাতেই লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত রউফ শিকদার, হালিম শিকদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদেরকে পাওয়া যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

চান্দিনায় ভুয়া পুলিশ পরিচয়দানকারী যুবক আটক

পাইকগাছায় মহিলা মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের দাদনের টাকা ফেরত চাওয়ার অপরাধে মিতা রাণী মন্ডল (৩০) মহিলা চিংড়ী ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামে ঘটনাটি ঘটেছে। মিতা মন্ডল স্থানীয় ঘের মালিক পরিমল সর্দারেরকে ঘেরের মাছ মিতা রানীর কাছে বিক্রয় করবে মর্মে ২৫ বছর আগে ৫০ হাজার টাকা দাদন দেন। এদিকে মাছ বা টাকা বারবার তাকাদা দিলেও পাওনা টাকা ফেরৎ দিতে নানা তালবাহানা করে আসছে পরিমল।ঘটনার দিন মিতা রানী চিংড়ী মাছ কিনে বাড়ি ফেরার পথে তার বাড়ীতে তাকাদা দিতে গেলে পরিমলের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং এবং প্রাণনাশের হুমকি দেয়। মিতা রানী পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। পাইকগাছা থানার ডিউটি অফিসার ব্রজ কিশোর পাল জানান,অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পরিমল বলেন,এধরণের কোন ঘটনা ঘটেনি। সে আমার কাছে ৭৫০২ টাকা পাবে। আমার নামে মিথ্যা অভিযোগ করছে।

তাহিরপুরে, জাতির জনক শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয়  শিশু দিবস পালিত

পিরোজপুর ওয়ার্ল্ড ভিশন এপির শিশুদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

একটি সেতু, দুঃখ লাঘব হবে তিন জেলার মানুষের ।