মো: জাকারিয়া হোসেন,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
২৬, ফেব্রুয়ারি (রবিবার) ২০২৩ খ্রী: বিকাল ৫.০০টায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর রবীন্দ্র বিশ্ব বিদ্যালয়ের ভিসির কার্যালয়ে শিক্ষা মূলক সংগঠন আলোক বর্তিকার সদস্যদের মাঝে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার প্রদান করেন। রবীন্দ্র বিশ্ব বিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ড. শাহ্ আজম বলেন, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ যে উন্নত বাংলাদেশ গঠনের রূপরেখা প্রণয়ন করেছেন, তার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে তোমাদের তৈরি হতে হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ এবং মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মধ্যে ধারণ করতে হবে এবং তদুনাযায়ী কাজ করার মধ্যেই স্বদেশপ্রেম নিহিত। এ কারণে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে।
এসময় আলোক বর্তিকার তরুণ আলোকচ্ছটরা তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করেন এবং বই উপহার দেওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যা লয়ের মাননীয় ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে র আয়োজনে বই উপহার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, রবীন্দ্রবিশ্ব বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান বৃন্দ এবং আলোক বর্তিকার প্রতিষ্ঠাতা সভাপতি সুমনা আক্তার সহ তরুণ আলোকচ্ছটারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।