১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:১৫:০৬ প্রিন্ট সংস্করণ
নাজিম হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের পিকনিকের বাসে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার রাত ১০ টায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল সেনের চাতাল নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম ও তার মেয়ে আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবিতে কুষ্টিয়ার বটতৈলে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে আন্দোলন করেছে বিভাগের শিক্ষার্থীরা।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বললে আন্দোলন স্থগিত করা হয়।
জানা যায়, নাটোর জেলার গ্রিন ভ্যালি পার্ক থেকে শিক্ষা সফর শেষে ফেরার এ ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা ধারণা করছি আমাদের শিক্ষকের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আমরা এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবী জানাচ্ছি। প্রশাসন আমাদের কাছ থেকে সময় চেয়েছেন আমরা দিয়েছি। দ্রত শনাক্ত করে বিচারের আওতায় আনা না হলে আমরা আবারো আন্দোলন যাব।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। শিক্ষার্থীদের সাথে আমরা সহ কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ কথা বলেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য এলাকার প্রতিটি চায়ের দোকানে জিজ্ঞাসা করা হচ্ছে।